ব্রুনাইয়ে মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার
হিমুকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বিকেলে র্যাব ৩ এর সিইও সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার রাতে তাকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
তিনি বলেন, ব্রুনাইয়ে প্রায় ৪ শতাধিক বাংলাদেশিকে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের সাথে প্রতারণা করেছে আমিনুর রহমান।
২০১৯ সালের পর থেকে মানুষের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। প্রতারক চক্রের সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করা হবে বলে জানান র্যাবের সিইও।
Drop your comments: