ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী নীতি থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে জাতিসংঘ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, দখলদার ইসরাইলকে প্রতিষ্ঠায় সহযোগিতা করা জাতিসংঘ ইসরাইলের সব রকমের সন্ত্রাসবাদ থেকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে অথবা ফিলিস্তিনের স্বাধীনতা ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে।
এতে আরও বলা হয়, গত ৭২ বছর ধরে প্রতিদিন ফিলিস্তিনি জনগণের ওপর বর্বরতা চালাচ্ছে ইসরাইল। অথচ জাতিসংঘের দীর্ঘদিনের অন্যতম নীতি হচ্ছে- যেকোনো জাতির জন্য মুক্তি, স্বাধীনতা ও নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা।
হামাসের বিবৃতিতে জাতিসংঘের বিভিন্ন পদক্ষেপের কড়া সমালোচনা করা হয়। এ জন্য ভুল সংশোধন ও ইসরাইলি বর্বরতার অবসান ঘটাতে ফিলিস্তিনকে সাহায্য করতে সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছে হামাস।