ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্দি শহরে একটি ভবন ধসে কমপক্ষে ১১ জন মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরো অনেকে। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে, ভবনের মধ্যে এখনো অনেক মানুষ আটকা পরে আছেন। এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।
এ নিয়ে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি মৃতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি জানান, উদ্ধারকার্য চলছে এবং সরকারের তরফ থেকে সব ধরণের সাহায্য করা হচ্ছে।
পুলিশ দুর্ঘটনার স্থানটি ঘিরে রেখেছে।
প্রাথমিক তথ্যানুযায়ী, স্থানীয় ও কর্মকর্তারা ২৫ জনকে উদ্ধার করেছে ভবনের মধ্য থেকে। এখনো আশঙ্কা করা হচ্ছে, আরো ২৫ জন ভেতরে আটকা পরে আছে। উদ্ধারকৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ভবনটি ১৯৮৪ সালে নির্মিত হয়েছে। সেখানে প্রায় ২০টি পরিবার থাকতো।