শর্ত সাপেক্ষ নিষেধাজ্ঞা শিথিল করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘সুচিকিৎসা’ নিশ্চিত করার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী। গণতন্ত্র স্বাধীনতার মূল চেতনা। সেদিক থেকে তিনি স্বাধীনতার চেতনা পুনরুদ্ধাকারী নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রী। বিনা চিকিৎসায় তাকে অকালে দুনিয়া থেকে চলে যাওয়ার ব্যবস্থা করার অধিকার কারও নেই।’
সোমবার (২১ সেপ্টেম্বর ) রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও দোয়া পাঠের পর তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন। দারুণভাবে অসুস্থ। দেশ-বিদেশের সবাই জানেন তার সুচিকিৎসা প্রয়োজন। কোভিড চলাকালে তিনি বাসায় আছেন। বাসায় থাকার ফলে মানসিক কষ্টটা কমেছে। কিন্তু তার সুচিকিৎসার বিষয়টি কেবল মানবিকই নয়, এটা নৈতিক ও মৌলিক দাবি। প্রয়োজন হলে তিনি যেন বাইরে চিকিৎসা নিতে পারেন, সে আবেদন গ্রহণ করা হয়নি। তিনি কারাবন্দি, এর সঙ্গে অন্য কিছুকে যুক্ত করা ঠিক হবে না।’
তিনি বলেন, ‘এটা খালেদা জিয়ার অসুস্থতার বিষয়, চিকিৎসার বিষয়, রাজনীতির বিষয় না। খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য নিষেধাজ্ঞা শিথিল করা হোক। তিনি যদি মনে করেন, দেশের বাইরে যাওয়া দরকার, তাহলে সেটা দেওয়া দরকার।’
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেলসহ অনেকে উপস্থিত ছিলেন।