সৌদি আরবের রাস্তায় ভিক্ষা করতে গিয়ে আটক হয়েছেন ৪৫০ ভারতীয় নাগরিক। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ভারতের অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র, বিহার, দিল্লি, রাজস্থান এবং কর্ণাটক রাজ্য থেকে তারা সৌদি আরবে গিয়েছিলেন।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, শ্রমিক হিসেবে সৌদি আরবে যাওয়া ওই ভারতীয়দের ওয়ার্ক পারমিটের (কাজ করার অনুমতি পত্র) মেয়াদ শেষ হয়ে গেছে। তাছাড়া করোনা মহামারির কারণে তাদের কোনো কাজ ছিল না। ফলে জীবন বাঁচাতে তারা ভিক্ষায় নামেন। আটকদের জেলে নেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
Drop your comments: