চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে দুটি সোনার বার এবং ১৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা(এনএসআই) ও বিমানবন্দর কর্তৃপক্ষ।
শনিবার সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে (বিজি১৪৮ ফ্লাইটে) চট্টগ্রাম আসেন মোহাম্মদ সায়েম চৌধুরী নামে ওই যাত্রী।
আটক সায়েম চট্টগ্রামের হাটহাজারী এলাকার বাসিন্দা।
শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, টার্মিনালের ৩ নম্বর গেট পার হওয়ার আগে বিমানবন্দর এনএসআই টিমের সন্দেহ হয়। তারপর তাকে চ্যালেঞ্জ করা হয়। জিজ্ঞাসাবাদ করার সময় তার কাছে লুকিয়ে রাখা সোনার দুইটি বার ও ১৯ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। পরে ওই যাত্রীকে বিমান বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
উৎসঃ সময় টিভি
Drop your comments: