সঞ্জিত কুমার শীলঃ সংযুক্ত আরব আমিরাত আবুধাবী শিল্পনগরী মুসাফফা সানাইয়া ২৬ নাম্বারে বাংলাদেশী সাগর শীল ও চন্দন দাস এর যৌথ মালিকানাধীন টপ টেন নামে বাকালা শুভ উদ্বোধন করা হয়।
গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল পাঁচটায় স্থানীয় স্পন্সর নাছের আবদুল্লাহ হাদী আব্দুল্লাহ আল ছাদী এই দোকানের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। এতে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক সনজিত কুমার শীল, সজল চৌধুরী, ব্যবসায়ী অপু দাস, ব্যবসায়ী প্রসেনজিৎ কুমার শীল, কালু দাস, যিশু শীল, আকাশ শীল, মিঠুন শীল, জীবন শীল, উজ্জল শীল,সাগর দাস, রাহুল দে, রিকু শীল সহ সাগর শীলের পরিবারবর্গ।
বৈশ্বিক করোনার মাঝেও বাংলাদেশিরা আমিরাতের বিভিন্ন প্রদেশে ব্যবসা-বাণিজ্য নতুন প্রসার ঘটাতে চাই। বর্তমানে আমিরাতের ভিসা ট্রানস্ফার সুযোগ থাকায় যৌথ মালিকানাধীন নতুন নতুন ব্যবসা চালু করেছেন। দেশীয় পণ্য প্রবাসীদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই প্রতিষ্ঠান যাত্রা শুরু। ব্যবসায়ী সাগর শীল ও চন্দন দাস বলেন নানা জাতীয় মাছ , শাকসবজিও ফল-ফলাদি বাংলাদেশীদের কাছে আমরা স্বল্প মূল্যে বিক্রি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ব্যবসায়ী সাগর শীল জানান তাদের আরো পাঁচটি নিজস্ব প্রতিষ্টান এবং তিনটা পার্টনারশিপে ব্যবসা প্রতিষ্ঠান যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশ সরকার এবং আমিরাত সরকারের যৌথ প্রচেষ্টায় নতুন ভিসার সুযোগ দিলে আমরা বাংলাদেশ থেকে আরও নতুন শ্রমিক নিয়োগ দিতে পারব।’
এতে আরো উপস্থিত ছিলেন টিপু দাস , জিমন শীল, রাহুল দে , জাহিদ হোসেন,আকাশ নাথ, সঞ্জিত দাস, দেবপ্রিয় দাস বসু,উত্তম দাস, বিস্বজিত দাস। পরিশেষে দোকানের উত্তরোত্তর বৃদ্ধি কামনায় মোনাজাত এবং গীতা পাঠ করা হয়।