বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের লাশ দীর্ঘ দিন ধরে বিশেষ ক্ষেত্রে টাকা ছাড়ায় পরিবহন করে আসছিল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
কিন্তু হঠাৎ করে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ আর ফ্রিতে লাশ পরিবহন না করার সিদ্ধান্ত নিয়েছে। যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় বিমানকে। তাই মানবিক দিক বিবেচনা করে পুনরায় প্রবাসীদের লাশ দেশে প্রেরণে উদ্যোগী হবে বিমান এমনটি প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।
শুধু কাতার নয় মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকেই প্রবাসীর মরদেহ ফ্রিতে বহন করছে না বাংলাদেশ বিমান। তাই পুনরায় লাশ প্রেরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানান কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী।
যদিও কাতারে অবস্থিত বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে মরদেহ বহন করবে না বিমান এই বিষয়টি বাংলাদেশ দূতাবাসকে অবগত করা হয়েছে।