আগামী মৌসুম পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন ছয় বারের ব্যালন-ডি-অর জয়ী ফুটবল তারকা লিওনেল মেসি। বার্সা কর্তৃপক্ষের সাথে আলোচনায় শেষ হবার পর এমন ইঙ্গিতই দিলেন মেসির বাবা হোর্হে মেসি। খবর ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম গোল ডট কম’র।
গোল’র প্রতিবেদনে জানা যায়, ২০২১ এর সামার সিজন পর্যন্ত ক্যাম্প ন্যুতেই থাকছেন মেসি এমনটাই হতে যাচ্ছে।
তবে মেসির বাবা হোর্হে মেসি মেসির বার্সা ত্যাগের খবরের ব্যাপারে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে ‘কিছুই জানেন না’ বলে উত্তর দেন। তবে বার্সার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ তার ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ ও মৌসুমের আগে বার্সা ছাড়ার ব্যাপারে ছাড় দিতে নারাজ।
স্প্যানিশ গণমাধ্যমগুলো জানায়, চুক্তির নিয়ম মেনে পরের মৌসুমে বার্সাতে থেকে যেতে পারেন এমএল টেন। এরপর ফ্রিতে যেতে পারবেন পচ্ছন্দমত ক্লাবে। শতকরা ৯০ শতাংশ এমন সম্ভাবনা দেখছেন স্প্যানিশ গনমাধ্যম।
তবে কিছু গনমাধ্যম আবার বলছে সমঝোতায় একশো মিলিয়ন ইউরো রিলিজ ক্লজে ম্যান সিটিতে যাওয়া নিয়েও এগিয়েছে কথা। নাটকীয় এমন অবস্থার চুড়ান্ত গতিপথ জানা যেতে পারে আজ-কালের মধ্যে।