নিজস্ব প্রতিবেদকঃ মহামারী করোনাভাইরাস থেকে বাঁচতে বিশ্বব্যাপী চলছে ঐক্যবদ্ধ সংগ্রাম। সেই সংগ্রামে আমিরাত যথেষ্ট ভালো ভুমিকা রাখছে। আক্রান্ত রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা থেকে শুরু করে সর্বাবস্থায় ভালো করছে আমিরাত।
এই ধারাবাহিকতায় সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের ঘোষণা অনুযায়ী আমিরাতে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজারসহ কোভিড-১৯ থেকে নিরাপদে থাকতে স্বাস্থ্য সুরক্ষার যাবতীয় পণ্য ভ্যাট ছাড়া পাবেন আমিরাতে অবস্থানরত সকল নাগরিক।
উল্লেখ্য, আমিরাতে অধিকাংশ পণ্য এবং সেবার ক্ষেত্রে ২০১৯ সাল থেকে ৫ শতাংশ হারে ভ্যাট কার্যকর হয়েছে।
Drop your comments: