![IMG_20200903_121439](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/09/IMG_20200903_121439.jpg)
করোনাভাইরাস সংকট কাটিয়ে উঠতে প্রবাসীদের ঋণ দেয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। এতে কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে বলে মনে করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।
তবে নানা শর্তের বেড়াজালে আটকে প্রবাসীদের ঋণ দিলে কতোটা কাজে দেবে তা নিয়ে সন্দিহান অভিবাসন বিশেষজ্ঞরা।
করোনা বৈশ্বিক মহামারির সময় দেশে ফেরত আসা অভিবাসী কর্মীদের ৮৭ শতাংশেরই আয়ের কোনও উৎস নেই। ৭৪ শতাংশ জানিয়েছেন, তারা প্রচণ্ড দুশ্চিন্তা, মানসিক চাপ, উদ্বেগ ও ভীতির মধ্যে আছেন। ৩৪ শতাংশের সঞ্চয় বলতে কিছু নেই। ৯১ শতাংশ, সরকারি বা বেসরকারি কোনও সহায়তা পাননি। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাকে’র মাইগ্রেশন প্রোগ্রামে’র গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
উৎসঃ এভিয়েশন বাংলা নিউজ
Drop your comments: