সিলেট প্রতিনিধিঃ গোলাপগঞ্জ (সিলেট) উপজেলার ভাদেশ্বর ইউপির কুশিয়ারা তীরবর্তী এলাকা মীরগঞ্জে ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় ফুটবলার কমর আহমদের কোচিং এর মাধ্যমে অর্ধশতাধিক তরুণ ফুটবলারদের নিয়ে মীরগঞ্জ হাই স্কুল মাঠে ফুটবল একাডেমির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
কুশিয়ারা তীরবর্তী ঐতিহ্যবাহী মীরগঞ্জ এলাকা ফুটবলের জন্য বেশ পরিচিত। মীরগঞ্জ বাজারের পার্শ্ববর্তী গ্রামগুলোতে রয়েছেন স্বনামধন্য সাবেক ফুটবলার। এমনকি অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের সাবেক এক ফুটবলারের জন্ম এই এলাকায়। এছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়ের অসংখ্য নামি-দামি ফুটবলারের জন্মস্থান মীরগঞ্জ।
প্রতিষ্ঠানটির কোচ কমর উদ্দিন বাংলা এক্সপ্রেসকে বলেন, ‘এই প্রতিষ্ঠান থেকে জাতীয় দলের ফুটবলার তৈরি হবে এটার আমার বিশ্বাস। মীরগঞ্জের গ্রামে গ্রামে রয়েছে প্রতিভাবান ফুটবলার। তাদেরকে কেবল একটু উৎসাহ ও সুযোগ করে দিতে পারলেই নিজেদের প্রকাশ করতে সক্ষম হবে।’