তাড়াহুড়ো করে লকডাউন তুলে দিয়ে জীবনযাত্রা স্বাভাবিক করে দিলে বিপর্যায় নেমে আসতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার এক সংবাদ সম্মলেনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি বলা হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধানম গেব্রিয়াসুস বলেন, দ্রুত জীবনযাত্রা স্বাভাবিক করে দেওয়ার প্রক্রিয়া বিপর্যয় এনে দিতে পারে। যে সমস্ত দেশ এই ভাইরাসটিকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে শুধু তারাই জীবনযাত্রা স্বাভাবিক করার পথে হাঁটতে পারে। গেব্রিয়াসুস আরো বলেন , যারা সত্যিই সবকিছু স্বাভাবিক করতে চায় তাদের সংক্রমণ কমানোর ইচ্ছেটাও থাকতে হবে। হয়তো মনে হচ্ছে, দুই দিক মিলিয়ে চলাটা অসম্ভব। কিন্তু তেমনটা নয়।
সম্প্রতি দেখা গিয়েছে, পুরো ইউরোপেই আগের তুলনায় করোনার প্রভাব খানিকটা কমে গেছে। এ কারণেই পুরো ইউরোপ ধীরে ধীরে লকডাউন তুলে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে। এছাড়া বিশ্বের অন্যান্য অনেক দেশেই ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এ পর্যন্ত ২ কোটি ৫৬ লাখ ২২ হাজার ৬০৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ৫৪ হাজার ২৫০ জন।