নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘন্টায় প্রায় ৭০ হাজার মানুষের শরীরে করোনা টেস্টের পর ৪৯১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে ও ৪০২ জন সুস্থ হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৬৮৫১১ জন, মৃত্যুবরণ করেছেন ৩৭৮ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৫৯৪৭২জন।
এদিকে আমিরাতে ৩০ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রনালয়। শিক্ষার্থীদের করোনা টেস্টের নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। স্কুল চালু নিয়ে ইতোমধ্যে দেশটির প্রধানমন্ত্রী শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বিশেষ বৈঠক করে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।