সড়ক পথে বাসে চেপে দিল্লি থেকে লন্ডনে যাওয়ার সুযোগ দিচ্ছে ভারতের গুরগাঁওয়ের একটি বেসরকারি ট্রাভেল কোম্পানি। ১৫ আগস্ট তারা একটি বাস সার্ভিস চালু করেছে, যার নাম বাস টু লন্ডন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এই বাসে চড়ে ৭০ দিনে লন্ডনে পৌঁছানো যাবে। সফর হবে একমুখী।
লন্ডন পাড়ি দিতে বাসের যাত্রীদের মোট ১৮টি দেশের মধ্য দিয়ে যেতে হবে। ভারত ছাড়াও এই দেশগুলোর মধ্যে রয়েছে মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, চীন, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ফ্রান্স।
যেভাবে এল আইডিয়া : দিল্লির বাসিন্দা দুই ব্যক্তি তুষার ও সঞ্জয় মদান এর আগেও সড়ক পথে দিল্লি থেকে লন্ডনে গেছেন। ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে তারা গাড়িতে এই সফর করেন। আর এই অভিজ্ঞতার পর ২০ জনের সঙ্গে বাসে করে যাত্রা সম্পূর্ণ করার পরিকল্পনা করেছেন তারা।
বাস টু লন্ডন সফরের সময় যাত্রীদের সব ধরনের সুবিধা দেওয়া হবে। এই সফরের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে বাস। থাকছে ২০ জন যাত্রীর বসার ব্যবস্থা। সব আসনই বিজনেস ক্লাসের। ২০ জন যাত্রী ছাড়াও বাসে থাকবেন আরও চারজন। তাদের মধ্যে একজন চালক, একজন সহকারী চালক। আয়োজকদের পক্ষে এক ব্যক্তি ও একজন গাইড।
এই সফরের জন্য ভারতীয়দের কমপক্ষে ১০টি ভিসা প্রয়োজন হবে। যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য ট্রাভেলার কোম্পানি যাত্রীদের ভিসার ব্যবস্থা করবে। খরচ পড়বে ১৫ লাখ টাকা।