গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনায় আক্রান্ত হয়েও দোকান খুলে বেচাকেনা করায় সোহাগ মোল্যা (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আতিকুল ইসলাম এ রায় দেন।
সোহাগ উপজেলার রামদিয়া বাজারের ওষুধ ব্যবসায়ী ও একই গ্রামের ডা. বিল্লাল হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আতিকুল ইসলাম জানান, উপজেলার রামদিয়া বাজারের ওষুধ ব্যবসায়ী সোহাগ মোল্যা করোনায় আক্রান্ত হয়েও দোকান খুলে কেনাবেচা করছিলেন। স্থানীয়দের এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা প্রমাণিত হয়। পরে প্রচলিত আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও করোনা নেগেটিভ না হওয়া পর্যন্ত ওই ব্যবসায়ীকে বাড়িতে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।