মৌলভীবাজার বিএমএর জ্যেষ্ঠ সদস্য, পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক এবং মৌলভীবাজার ম্যাটসের অধ্যক্ষ ডা. সৈয়দ আক্তার হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডা. সৈয়দ আক্তার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা রোকসানা ওয়াহিদ রাহি।
ওই চিকিৎসকের পারিবারিক সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে ডা. সৈয়দ আক্তার এক সপ্তাহ আগে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল সাড়ে ৭টায় তাঁর মৃত্যু হয়।
২০০৯ সালে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর ডা. সৈয়দ হোসেন নার্সিং ইনস্টিটিউট মৌলভীবাজারের অতিথি শিক্ষক এবং মৌলভীবাজার ম্যাটসের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর নিজ বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার খারপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।