আমিরাত ইমিগ্রেশনের সকল আইনী প্রক্রিয়া সমাপ্ত করে ২৯ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী বিমানবন্দর থেকে বের হয়ে নিজ নিজ কর্মস্থলে পৌঁছেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২ টায় বাংলাদেশ বিমানে করে ৪২ জন যাত্রী নিয়ে আবুধাবি বিমানবন্দরে অবতরণ করে। এদের মধ্যে মাত্র ১২ জন যাত্রী ইমিগ্রেশন শেষ করে আবুধাবিতে ঢুকতে পারলেও নানা জটিলতায় ২৯ জন যাত্রী আটকে যান। পরবর্তীতে তাদেরকে হোটেলা রাখা হয়েছিল।
আজ সকালে তারা হোটেল থেকে করোনা টেস্ট সম্পন্ন করে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আমিরাতে প্রবেশ করেন। দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে তাদেরকে আমিরাতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
এর আগে ১২৩ জন বাংলাদেশি আবুধাবি বিমানবন্দর থেকে দেশে ফেরত যান। আবুধাবি বিমানবন্দর দিয়ে প্রবেশের পূর্বে অনলাইনে প্রবেশের অনুমতি আছে কি নেই তা দেখে আসার অনুরোধ জানানো হয়।