বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ অবশেষে চালু হচ্ছে দুবাই থেকে চট্টগ্রাম-সিলেটে সরাসরি ফ্লাইট। সেপ্টেম্বরের ২ তারিখ থেকে বাংলাদেশ বিমানে সপ্তাহে ৩টি ফ্লাইট চট্টগ্রামে, সিলেট ও ঢাকায় ২টি করে ফ্লাইট পরিচালনা করবে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ বিমানের দুবাই অফিসের রিজিওনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলা এক্সপ্রেসকে এসব তথ্য জানানো হয়েছে। এখন থেকে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার চট্টগ্রামে, সোমবার ও বুধবার সিলেটে এবং প্রতি রবিবার ও শুক্রবার ঢাকা রুটে ফ্লাইট চলবে।
দুবাই টার্মিনালের তথ্যমতে আগামী ২১ আগস্ট থেকে দুবাই টার্মিনাল-৩ থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালিত হবে।
দুবাই বিমানবন্দরে রেপিড টেস্ট বন্ধ হওয়ায় সকল যাত্রীদের শাবাব আল আহলি ফুটবল ক্লাব থেকে রেপিড টেস্ট করার আহ্বান করা হয়েছে। বিভিন্ন হাসপাতাল থেকে করোনা টেস্ট করে ৭২ ঘন্টার মধ্যে নেগেটিভ সার্টিফিকেট নিয়েও বাংলাদেশ বিমানের ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন।