কোভিড-১৯ মোকাবিলায় সহযোগিতার ব্যাপারে বিশেষ বার্তা নিয়ে মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
একদিনের ঝটিকা সফরে বিশেষ বিমানে তিনি ঢাকায় পৌঁছবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে। তবে মূল আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে।
এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতার সার্বিক বিষয় পর্যালোচনা করা হবে। মহামারির মধ্যে শ্রিংলার আকস্মিক এ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র সফরের বিষয় নিশ্চিত করলেও এ ব্যাপারে আগাম কোনো ঘোষণা দেয়া হয়নি।
Drop your comments: