কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাডীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামে। নিহত ওই ব্যাক্তির নাম আঃ ছালাম (৪৫)। তিনি ওই এলাকার মৃত রমজান আলীর ছেলে।
জানা গেছে, বুধবার (১২ আগস্ট ২০) বিকাল চারটায় বাড়ির পাশ্ববর্তী বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে যায় আঃ ছালাম। ওই বাঁশ বিদ্যুৎতের তারে পড়ে বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে
ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Drop your comments: