আদালতের আদেশের পর জাদুঘর থেকে মসজিদের রুপান্তরিত হওয়ার পর তুরস্কের ইস্তানবুল শহরের ঐতিহাসিক স্থাপনা হায়া সোফিয়ায় প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার নিরাপত্তা বেষ্টনী পার হয়ে প্রায় এক হাজার মুসলিম ধর্মাবলম্বী এর অভ্যন্তরে নামাজ আদায়ের সুযোগ পায়। আবার অনেকেই বাইরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে। এতে অংশ নেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, হায়া সোফিয়া সব মুসলমান, অমুসলমান এবং পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রায় দেড় হাজার বছর আগে অর্থোডক্স খ্রিস্টান ক্যাথেড্রাল হিসেবে প্রতিষ্ঠিত হয় হায়া সোপিয়া। তুরস্কের অটোমান শাসকরা ১৪৫৩ সালে এটিকে মসজিদে রুপান্তর করেন। ১৯৩৪ সালে মুস্তফা কামাল আতাতুর্কের সরকার এটিকে জাদুঘরে পরিণত করে। বর্তমানে এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য।
গত ১০ জুলাই তুরস্কের এক আদালতের রায়ে বলা হয়, মসজিদ ছাড়া অন্য কিছু হিসেবে হায়া সোফিয়ার ব্যবহার আইনগতভাবে সম্ভব নয়। রায়ের পরই ঐতিহাসিক এই স্থাপনাকে মসজিদ হিসেবে ঘোষণা করেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ওই সময়ে তিনি জানান, ২৪ জুলাই থেকে জুমার নামাজের জন্য প্রস্তুত হবে হায়া সোফিয়া। শুক্রবার অন্যদের সঙ্গে এই নামাজে তিনিও অংশ নেন।