সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণ থেকে রাসেল আহমদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ঢাকার ডেমরার পশ্চিম পাড়া এলাকার শুক্কুর মিয়া ছেলে।
শুক্রবার বাদ জুমা দরগাহ মসজিদের পিছনের গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কোতোয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহতের পরিবারের বরাত দিয়ে সিলেট কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া জানান, নিহত যুবক মানসিক রোগে ভুগছেন। আজ শুক্রবার তার মরদেহ স্থানীয়রা মাজার এলাকায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যালে প্রেরণ করি।
Drop your comments: