সৌদি আরবের মরুভূমিতে নিখোঁজ এক ব্যক্তির সেজদারত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনদিন তল্লাশী চালানোর পর রবিবার এই মরদেহ উদ্ধার করা হয়। গাল্ফ নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
খবরে বলা হয়েছে, রিয়াদ প্রদেশের ওয়াদি আল দাওয়াসির এলাকার বাসিন্দা ৪০ বছরের ঢুওয়াইহি হামৌদ আল আজালিন নিখোঁজ হওয়ার অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। এরপর বড় ধরনের তল্লাশী অভিযান শুরু হয়। অভিযানে রবিবার তার মরদেহ পাওয়া যায়। উদ্ধারের সময় তার মরদেহ সেজদারত অবস্থায় ছিল, যেন নামাজ পড়ছেন।
মৃত্যুর আগ মুহূর্তে আল আজালিন কোন ওয়াক্তের নামাজ পড়ছিলেন তা জানা যায়নি। তার পিক-আপ ট্রাক ছিল মাত্র কয়েক মিটার দূরে। ভিডিও ফুটেজে দেখা গেছে তার গাড়ি বালুতে আটকে গেছে।
আল আজালিনের মরদেহ উদ্ধারের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তার জন্য দোয়া করছেন।