সংযুক্ত আরব আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উদ্যোগে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের মাঝে কুরআন শিক্ষার উদ্যোগ অব্যাহত রয়েছে। শিশুদের কুরআন শিক্ষায় উৎসাহ দিতে প্রতিমাসে বিশেষ পরিক্ষার আয়োজন করে বিজয়ীদের পুরস্কৃত করা হয়৷
এপ্রিল মাসের শিক্ষা-কার্যক্রমের বিজয়ী ৬ শিক্ষার্থীর মাঝে শনিবার (৭ মে) শারজাস্থ কার্যালয়ে পুরস্কার তুলে দেন সংগঠনের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ তৈয়ব আলী তালুকদার এবং কোরআন শিক্ষা কার্যক্রমের প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ রায়হান উদ্দিনসহ অনেকে।
বিভিন্ন বিভাগে বিজয়ীরা হলেন, মোঃ মোস্তাকিম, আরিশা আফসিন তালুকদার, আলিজা আফরিন তালুকদার, রাহা, নাতাশাহ ও আমিরা।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের মেধা বিকাশের প্রত্যয় নিয়ে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ-সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির বহুমুখী কর্মসূচির একটি হচ্ছে শিশুদের কোরআন শিক্ষা কার্যক্রম। আমাদের বহুমুখী কর্মসূচিকে চলমান ও গতিশীল রাখার জন্য আমরা সবার দোয়া ও পরামর্শ প্রত্যাশা করি।’