বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল এর পক্ষে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১৬ মে) কভিট-১৯ এর কারণে বিপর্যস্ত আমিরাত প্রবাসীদের মাঝে ইফতার সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আরব আমিরাত ত্রাণ কর্মসূচির সমন্বয়ক এস,এম,মোদাচ্ছের শাহ এর নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম বাস্তবায়ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ ও শারজাহ বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সুমন, স্বন্দীপ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সেলিম উদ্দিন, শারজাহ বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, যুবদল নেতা জি,এম,সাইফুল, আজমান শ্রমিক দলের সভাপতি ফরহাদ হাসান, ইমরান রুবেল প্রমুখ।
Drop your comments: