আগামী ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-দোহা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।
শনিবার (২৯ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কাতারে যেতে ও কাতার থেকে বাংলাদেশে ফিরতে আগ্রহী যাত্রীদের চাহিদা সাপেক্ষে এ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান।
রিটার্ন টিকিটধারী যাত্রী অথবা নতুন টিকিট ক্রয়ের জন্য বিমান অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
বাংলাদেশ ও কাতার সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি অনুযায়ী ভ্রমণ করতে হবে বলেও উল্লেখ করা হয়।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।
Drop your comments: