গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির পর ভারতে আটক থাকা ৪০ বাংলাদেশি জেলেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ওই ৪০ জেলেকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুুলিশ। এ সময় তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
বেনাপোল ইমিগ্রেশন পৃুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গত ১৯ আগস্ট গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় বেশ কয়েকটি বাংলাদেশি ট্রলার। ট্রলারের জেলেরা সমুদ্রে ভাসতে ভাসতে ভারতের সমূদ্রসীমায় প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে। এরপর ৭২ দিন আটক থাকার পর আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের দেশে ফেরত আনা হয়েছে। এরমধ্যেই, পটুয়াখালীর ইউনুছ আলী নামে এক জেলে মৃত্যু হয় বলে জানান তিনি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে ট্রলারডুবির পরপরই আমি একাধিকবার ভারতে গিয়েছি জেলেদের দেশে ফিরিয়ে আনতে। ভারতের একটি আশ্রয় কেন্দ্রে ৪০ জন জেলেকে আটক করে রাখা হয়। ইমিগ্রেশনের কাছ থেকে জাস্টিস কেয়ার নামে একটি এনজিওর সহায়তায় ওই জেলেদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।