বাংলাদেশের শীর্ষ ধনী ক্রিকেটার সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাম্বাসেডর হিসেবে আছেন এই ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’। তার মোট সম্পত্তি ৫১০ কোটি টাকা। আর ৪০৭ কোটি টাকা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকারের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
সাম্প্রতিক ক্রিকেট পারফরমেন্স নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে বাংলাদেশ। ইমপ্যাক্ট, ইনটেন্ট ও পাওয়ার হিটিংয়ের মারপ্যাচে খাবি খাচ্ছে দেশের ক্রিকেট। এমন সব প্রতিবন্ধকতার মধ্যেই প্রায়ই স্পটলাইটে থাকে ক্রিকেটারদের আয়ের উৎস। এবার বাংলাদেশের শীর্ষ ১০ ধনী ক্রিকেটারের তালিকা তৈরি করেছে ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকার। আর এই তালিকার ১০ নম্বরে আছেন সাবেক টাইগার দলপতি মুমিনুল হক। পারফরমেন্সের কারণে দলের বাইরে থাকলেও ক্রিকট্র্যাকারের প্রতিবেদনে আবারও তিনি এসেছেন স্কোয়াডে। তার সম্পত্তির মোট পরিমাণ ৩০ কোটি টাকারও বেশি।
তালিকার ৯ নম্বরে থাকা পেসার রুবেল হোসেনের সম্পত্তির পরিমাণ প্রায় একই। ৪৬ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক গতি তারকা তাসকিন আহমেদের অবস্থান ৮ নম্বরে। মাঠে দুর্দান্ত ফর্মে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তাসকিনের চাহিদা এখন আকাশচুম্বী।
৭ নম্বরে আছেন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে জায়গা হারানো মাহমুদউল্লাহ রিয়াদ। তার সম্পত্তির পরিমাণ ৭১ কোটি টাকারও বেশি। পরের স্থানেই আছেন মোস্তাফিজুর রহমান। প্রতিবেদন অনুযায়ী তার মোট সম্পত্তি ১৩১ কোটিরও বেশি। ১৫২ কোটি টাকার সম্পত্তি নিয়ে তালিকার ৫ নম্বরে আছেন লিটন কুমার দাস। বাংলাদেশের শীর্ষ ধনী ক্রিকেটারদের তালিকায় চতুর্থ স্থানে আছেন তামিম ইকবাল। সেই সাথে আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকায়। প্রতিবেদন অনুযায়ী, এই ওপেনারের সম্পদের পরিমাণ ২০০ কোটি টাকারও বেশি।
মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম আছেন তৃতীয় স্থানে। তার মোট সম্পত্তির পরিমাণ ২৫৫ কোটি টাকা। টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান আছেন দ্বিতীয় স্থানে। দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন তিনি। এছাড়াও তার সংগ্রহে আছে নামি-দামি সব গাড়ী। সাকিবের মোট সম্পত্তির পরিমাণ ৪০৭ কোটি টাকা।
তবে অবাক করা বিষয় হলো, এই তালিকার শীর্ষে আছেন মাশরাফী বিন মোর্ত্তাজা। লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকলেও বিভিন্ন মার্কেটিং স্ট্রাটেজির প্রথম পছন্দ নড়াইল এক্সপ্রেস। তবে নিয়মিতভাবে তিনি আছেন ঘরোয়া ক্রিকেটের আসরগুলোতে। ক্রিকট্র্যাকারের তথ্যমতে, মাশরাফীর মোট সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা।