![IMG_20201125_063855](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/11/IMG_20201125_063855.jpg)
নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ ডিসেম্বর থেকে মসজিদে জুমার নামাজের অনুমতি দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমে এই তথ্য জানানো। ১ জুলাই থেকে মসজিদ চালু হয় আর আগামী ৪ ডিসেম্বর থেকে জুমার জন্য অনুমতি দিলেও মানতে হবে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির নিয়ম।
করোনাভাইরাসের কারণে ১৬ মার্চ ‘ দ্য জেনারেল অথরিট অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাওমেন্টসের ঘোষণা মোতাবেক বন্ধ রাখা হয় দেশটির সব মসজিদ।
এদিকে দেশটির আইন অনুযায়ী প্রতি দুই সারির মধ্যে একটি ফাঁকা সারি রাখতে হবে। প্রতি দুই ব্যক্তির মধ্যে ১.৫ মিটার ফাঁক রাখতে হবে। মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক। নামাজের জন্য মুসল্লা বা নামাজের চাদর বাসা থেকে নিয়ে আসতে হবে।
সামজিক দূরত্ব বজায় রেখে সালাম দিতে হবে। নামাযের আগে বা পরে জটলা এড়িয়ে চলতে হবে। এক জামাত শেষ হয়ে গেলে দ্বিতীয় জামাত করা যাবে না। ফরজ নামাজ শেষ হওয়া মাত্র মসজিদ ত্যাগ করতে হবে।
অসুস্থ ব্যক্তি বা করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছিলেন এমন কেউ মসজিদে প্রবেশ নিষেধ।
১২ বছরের নিচে ও ৬০ বছরের বেশি বয়সের লোকদের মসজিদে প্রবেশ নিষেধ। আজানের সময় থেকে ২০ মিনিট পর্যন্ত মসজিদ চালু রাখা যাবে। আজানের পরপরই জামাত চালু করতে হবে। কোনো ধরনের খাবার বা কিছু বিতরণ নিষিদ্ধ।