করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩৯ দেশের যাত্রীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আজ এ কথা জানিয়েছেন।
এই ৩৯ দেশের নিষেধাজ্ঞার তালিকায় যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ ও আরও ১২টি দেশ রয়েছে।
সব মিলিয়ে ৩৯ দেশের যাত্রীরা ৩রা এপ্রিল থেকে ১৮ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না।
আজ বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মো. কামরুজ্জামান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইউরোপ ছাড়া অন্য ১২ দেশের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।
Drop your comments: