২ হাজার ৮০০ রুশ সেনা হত্যার দাবি করছে ইউক্রেন। দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী এমন দাবি করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়া আরও বলেন, রাশিয়ার ৮০টি ট্যাঙ্ক, ৫৮৬টি সাঁজোয়া যান, ১০টি যুদ্ধবিমান এবং ৭টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর এমন দাবির বিষয়ে মস্কোর কোনো বক্তব্য পাওয়া যায়নি। আল জাজিরা ইউক্রেন মন্ত্রীর এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এদিকে সিএনএন এর খবরে বলা হয়েছে, ভারি অস্ত্র নিয়ে রুশ সেনারা দ্রুত গতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যে কোনো দিন রাজধানী কিয়েভের পতন হতে পারে।
সিএনএন আরও বলছে, রাশিয়া ও ইউক্রেনের সামরিক সক্ষমতা ভারসাম্যহীন। রুশ আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমি জেলেনস্কি পশ্চিমা মিত্রদেশগুলোর কাছে প্রতিরক্ষা সহায়তা চেয়েছেন এবং রাশিয়ার ওপর ব্যাপকহারে নিষেধাজ্ঞা প্রদানের আহ্বান জানিয়েছেন।