আবুধাবি জরুরী, সংকট ও দুর্যোগ কমিটি অন্যান্য স্টেট থেকে আবুধাবি প্রবেশে আর আল হোসেন অ্যাপসে গ্রিন পাসের প্রয়োজন নেই। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নিয়মের বিষয়ে জানানো হয়৷
কর্তৃপক্ষ জানায়, ২৮ ফেব্রুয়ারি সোমবার থেকে তা কার্যকর হবে৷ বর্ডারে স্থাপিত ইডিই (EDE) স্কেনার ও তাৎক্ষণিক করোনা টেস্টের ব্যবস্থাও উঠিয়ে ফেলা হিবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে দ্বিতীয়বারের মতো গত বছরের ১৫ ডিসেম্বর থেকে আল হোসেন অ্যাপসের গ্রিন সিগনাল ও সীমান্তে ইডিই স্কেন বসানো হয়েছিল।
Drop your comments: