২৮ স্ত্রী, ১৩৫ সন্তান ও ১২৬ জন নাতি-নাতনির উপস্থিতিতে নিজের ৩৭তম বিয়ে সারলেন এক ব্যাক্তি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
২১ শতকেও এমন কাজ হতে পারে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। ওই ভিডিওতে দাবি করা হয়েছে, ২৮ স্ত্রী, ১৩৫ সন্তান ও ১২৬ জন নাতি-নাতনির উপস্থিতিতেই নিজের বিয়ে সেরেছেন। ৪৫ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁপাচ্ছে। এই ভিডিওটি ৬ জুন ভারতের রপিন শর্মা নামে এক আইপিএস কর্মকর্তার তার টুইটারে শেয়ার করেন। সেখানে তিনি ওই ব্যক্তি সাহসেরও প্রশংসা করেছেন।
তবে ভিডিওটি কবের বা কোন দেশ অথবা কোন এলাকার তা জানাযায়নি।
সূত্র: টাইমস নাও।
Drop your comments: