![99](https://banglaexpressonline.com/wp-content/uploads/2021/01/99-2.jpg)
মোঃ আইয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল ফ্রেন্ডস এসোসিয়েশন -১৯৯৬ এস,এস,সি, ব্যাচের (ইঋঅ) এর বার্ষিক পুনর্মিলনী -২০২১ সালের অনুষ্ঠান ও কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২ জানুয়ারী) বেনাপোল রহমান চেম্বারে ষষ্ঠ তলায় অবস্থিত দি সান রূফ রেস্টুরেন্টে পুনর্মিলনী,আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান ও ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। বেনাপোল ফ্রেন্ডস এসোসিয়েশন -১৯৯৬ এস,এস,সি, ব্যাচের (ইঋঅ) এর সকল বন্ধুদের উপস্থিতিতে মোঃ মাকসুদুর রহমান রুনা সভাপতি ও শরিফুল আলম নয়ন কে সাধারণ সম্পাদক করে আগামী তিন’বছরের জন্য কমিটি গঠন করা হয়।
কমিটি’র অন্যরা হলেন: সহ-সভাপতি- সাংবাদিক মোঃ আইয়ুব হোসেন পক্ষী মোঃ আসাদুজ্জামান আসাদ ও মোঃ মামুন মোল্যা, যুগ্ম-সাধারণ সম্পাদক – মফিজুর রহমান, মোঃ জসীমউদ্দীন ও সাংবাদিক শেখ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, মোঃ তহিদুর রহমান ও মোঃ জাহিদুল ইসলাম জদু, অর্থ সম্পাদক মোঃ মহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, প্রচার সম্পাদক,শ্রী উজ্জল কুমার সেন, সহ-প্রচার সম্পাদক, মোঃ আয়ুুব হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আইয়ুব নবী, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উজ্জল বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম রেজা, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক সামছুর নাহার চুন্নি (জোনাকি) কার্যকরী সদস্য: আবু সাঈদ, আব্দুর রাজ্জাক, একুব্বার রহমান, সমির হোসেন, শাহাদাত হোসেন, ইমরান আব্বাসি ভুুলা, শাহানুজ্জামান, হাসানুজ্জামান, মুক্তার আলী, ওলিয়ার রহমান, তাসলিমা খাতুন।
বেনাপোল ফ্রেন্ডস এসোসিয়েশন-১৯৯৬ এসএসসি ব্যাচের (ইঋঅ) এর সদস্যদের সার্বিক কল্যাণে এবং সমাজসেবা মুলক কর্মকাণ্ডে সকলে অঙ্গীকারবদ্ধ।