লাবিব হাসান, পটুয়াখালী জেলা প্রতিনিধি: সামুদ্রিক মাছের বাধাহীন প্রজনন ও সংরক্ষণে শুক্রবার (২০ মে) থেকে শুরু হচ্ছে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। আজ মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ।
ইতিমধ্যে বৃহৎ মৎস্য বন্দরখ্যাত মহিপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে সহস্রাধিক মাছ ধরা ট্রলার। বছর জুড়ে ইলিশের আকাল তার উপর মৎস্য বিভাগের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে জেলেসহ ব্যবসায়ীরা।
এছাড়া নিষেধাজ্ঞা চলাকালীন ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধ এবং খাদ্য সহায়তা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।
জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, অবরোধ চলাকালে জেলার নিবন্ধিত ৪৭ হাজার ৮০৫ জন নিবন্ধিত ইলিশ জেলেকে ৮৬ কেজি করে চাল দেওয়া হবে।
Drop your comments:
