আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ের রাস্তায় ২০৩০ সাল ৪ হাজার চালকবিহীন গাড়ি চলাচলের প্রাতিষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার (১২ এপ্রিল) দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের সাথে চুক্তিতে আবদ্ধ হয় দুবাই রোড ও পরিবহন কর্তৃপক্ষ। গাড়ি নির্মাণের করবে আমেরিকার একটি আন্তর্জাতিক মানের কোম্পানি।
উল্লেখ্য, গত ২৫শে এপ্রিল দশ আসন বিশিষ্ট এমন গাড়ি পরীক্ষামূলকভাবে চালায়। দুবাই’য়ের শাসক শেখ মুহাম্মদ বিন রশীদ আল-মাকতূম গত ২৫শে এপ্রিল ঘোষণা করেন যে, ২০৩০ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ের রাস্তায় সব ধরনের যোগাযোগের ক্ষেত্রে ২৫ শতাংশ চালকবিহীন গাড়ি চলবে। দুবাইয়ে বর্তমানে চালকবিহীন মেট্রোরেল ব্যবস্থা চালু রয়েছে।
Drop your comments: