২০২১ সালের আগে করোনাভাইরাসের কোনো ভ্যাকসিন বাজারে আসছে না বলে জানিয়েছে ভারতের বিজ্ঞান মন্ত্রণালয়।
একদিন আগে বায়োটেক ইন্ডিয়ার তৈরি করোনার সম্ভাব্য টিকা কো-ভ্যাকসিন ১৫ আগস্টের মধ্যে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শেষ হবে, এমন ঘোষণা দেয়ার পর ব্যাপক সমালোচনা আসে বিশেষজ্ঞ মহল থেকে।
তারই পরিপ্রেক্ষিতে বিজ্ঞান মন্ত্রণালয় নতুন করে ঘোষণা দিয়ে নিশ্চিত করে, ২০২১ সালের আগে বাজারে কোনো ভ্যাকসিন আসার সম্ভাবনা নেই।
এদিকে আক্রান্তের সংখ্যায় রাশিয়াকে পেছনে ফেলে তিনে উঠে এসেছে ভারত। মোট আক্রান্ত ৭ লাখ ৪ হাজার ৬০৭ জন, মৃত্যু হয়েছে ১৯ হাজার ৭৮২ জনের।
চতুর্থ স্থানে রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩৪ জন, যা আগের দিন ছিল ১৬৮ জন। দেশটিতে মোট রোগীর সংখ্যা ৬ লাখ ৮১ হাজার ৮৬২ জন, মৃত্যু হয়েছে ১০ হাজার ২৯৬ জনের।