ফেনী সীমান্ত থেকে লাশ নিয়ে যাওয়ার ১৬ দিন অতিবাহিত হলেও কৃষক মেজবাহর লাশ এখনো ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) মেজবাহর লাশ ফেরত দেয়ার কথা ছিল।
বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের পর ফেনীর পরশুরাম সীমান্তের উত্তর বাঁশপদুয়া এলাকার কাঁটাতারের পাশে পড়ে থাকা বাংলাদেশি কৃষক মোহাম্মদ মেজবাহর (৪৭) লাশটি নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের আইন অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষে লাশটি ফেরত দেয়া হবে বলে জানানো হয়েছিল বিএসএফের পক্ষ থেকে কিন্তু এখনো মেজবাহর লাশ ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
গত বুধবার (১৬ নভেম্বর) ফেনীর পরশুরামের বাঁশপদুয়া উত্তর পাড়া সীমান্তের নো ম্যানস ল্যান্ডে মেজবাহর (৪৭) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মেজবাহর ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।
মেজবাহর স্ত্রী মরিয়ম আক্তার জানান, গত ১৪ নভেম্বর রোববার বিকালে মেজবাহর সীমান্ত এলাকায় গেলে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তাকে আটক করে। পরে ঘটনাস্থলে তাকে কিল-ঘুষি এবং লাথি দিয়ে আঘাত করতে দেখা যায়। তার কতক্ষণ পর তিনটি গুলির শব্দ শোনা যায়।