অবশেষে আগামী ১৫ জুন প্রত্যাহার হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা। সেদিন থেকে বাংলাদেশে যে কোনো বিমানসংস্থা আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে পারবে। এ তথ্যের সত্যতা স্বীকার করে সোমবার সন্ধ্যায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক বলেন, এটা ভাল খবর। ১৫ জুন উঠে যাচ্ছে এ নিষেধাজ্ঞা। সেদিন থেকে বাংলাদেশ থেকে যে কোনো দেশের বিমান চলাচলে আর কোন বাধা রইল না। এখন বিমান সংস্থাগুলো ঠিক করবে কে কখন ফ্লাইট চালাবে।
এ বিষয়ে মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে রাতে আনুষ্ঠানিক ঘোষণা জারি করবে বলে জানা গেছে। ইতোমধ্যে ফ্লাইট চালানোর সময় যাত্রী ও বিমান সংস্থাগুলোকে স্বাস্থ্যবিধি মানার জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। সামজিক দূরত্ব মেনেই যাত্রীদের আসন বণ্টন করা হবে। ফলে যাত্রীদের ভাড়াও বেড়ে যাবে। প্রথম ফ্লাইট চলবে লন্ডন ও কাতার রুটে। তারপর পর্যায়ক্রমে বিশ্বের সব রুটেই ফ্লাইট চলবে।