দেড় হাজার কোটি টাকা ব্যয়ে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে একহাজার ৭০০ ফুট সম্প্রসারণ করা হচ্ছে। এই সম্প্রসারণের উদ্দেশ্য এই বিমানবন্দরে যেন সুপরিসর বিমান ওঠানামা করতে পারে।
কক্সবাজার বিমানবন্দরের এই সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ‘বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ’। এতে ব্যয় হবে প্রায় ১ হাজার ৫৬৯ কোটি টাকা।
যৌথভাবে এ কাজটি করবে ফ্রান্সের প্রতিষ্ঠান ‘সাইওয়েব’ (সিওয়াইডব্লিইইবি) ও চায়না প্রতিষ্ঠান ‘চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন’ (সিসিইসিসি)। আজ অনুষ্ঠেয় ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই বৈঠকে সিঙ্গাপুর থেকে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
Drop your comments: