পিছিয়ে পড়েও ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। একটি করে গোল করেছেন শেখ মোরসালিন ও রাকিব হোসেন, বাকি গোলটি আত্মঘাতী। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে।
বুধবার (২৮ জুন) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় ম্যাচটি।
খেলার ১২ মিনিটেই বক্সের সামনে থেকে আচমকা শটে গোল করেন ভুটানের সেন্দা দর্জি। তবে বেশিক্ষণ এগিয়ে থাকার আনন্দ ধরে রাখতে পারেনি তারা। ২১ মিনিটে রাকিবের পাস থেকে মোরসালিনের দুর্দান্ত গোলে সমতায় ফেরে হ্যাভিয়ার ফার্নান্দেজের শিষ্যরা।
৩১ মিনিটে ফুন্টশো জিগমের আত্মঘাতী গোলে লিড নেয় বাংলাদেশ। মোরসালিনের কাছ থেকে উড়ে আসা বলে শট নিয়েছিলেন রাকিব। তবে সেই বল ভুটানের জিগমের গায়ে লেগে জড়িয়ে যায় নিজেদের জালে। বাংলাদেশ এগিয়ে যায় ২-১ ব্যবধানে।
৩১ মিনিটে বক্সের বাইরে ভুটানের ডিফেন্ডার শেরুব দর্জিকে কাটিয়ে রাকিব একাই ঢুকে পড়েন প্রতিপক্ষের বিপৎসীমানায়। ডান পোস্টের কাছ থেকে শট নেন তিনি। বল দ্বিতীয় পোস্টে লেগে জড়িয়ে যায় জালে। বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি পরিবর্তন আনেন হ্যাভিয়ার। মোহাম্মদ সোহেল রানা ও রাকিবকে তুলে মজিবুর রহমান জনি ও রফিকুল ইসলামকে নামান। আক্রমণ পাল্টা আক্রমণে গোল দেয়ার চেষ্টা করে উভয় দলই, কিন্তু কেউই দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি। ভুটান অবশ্য শেষের দিকে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দেননি হ্যাভিয়ারের শিষ্যরা। অপেক্ষা ছিল কেবল রেফারির শেষ বাঁশির। তা বাজতেই বাঁধনহারা উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ দল। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের বাহিনী।
শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন কুয়েত। ১ জুলাই প্রথম সেমিফাইনালে মাঠে নামবে দেশ দু’টি।