নিজস্ব প্রতিবেদকঃ চলতি সপ্তাহে তারিখ পেছানোর পর আগামী সোমবার (১৩ জুলাই) থেকে ফের শুরু হচ্ছে আমিরাত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরীর সাক্ষারকৃত এক ব্রিফিংয়ে উল্লেখ করা হয়েছে, আগামী ১৩ তারিখ থেকে আমিরাত রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এদিকে আমিরাত থেকে যারা দেশে যাবেন, তাদের অবশ্যই কোরোনা নিগেটিভ সনদ সাথে বহন করতে হবে, এবং ঢাকা এয়ারপোর্টে পৌছানো পর্যন্ত সর্বচ্য সনদ এর সময় ৭১ ঘন্টা মধ্যে থাকতে হবে।
যারা বাংলাদেশ থেকে আমিরাতে ফিরবেন, টিকেট নেওায়ার পূর্বে তাদের অবশ্যই দুবাই আশার ক্ষেত্রে জী.ডি.আর.এফ.এ এপ্রোভাল ও অন্যান্য এয়ারপোর্টের ক্ষেত্রে আই.সি.এ এপ্রোভাল থাকতে হবে। এক্ষেত্র উল্লেক্ষ্য যে আমিতারে ফেরে পূর্বে করোনা টেস্ট নিগেটিভ সনদ প্রয়োজন হবে। এবং আমিরাত এয়ারপোর্টে পৌছানো পর্যন্ত সর্বচ্য সনদ এর সময় ৭১ ঘন্টা মধ্যে থাকতে হবে।