মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ১২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার (২২ মে) দুপুর তিনটার সময় যশোর জেলা গোয়েন্দা শাখা এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, কলারোয়া পূর্বকোটা গ্রামের আলী হোসেনের ছেলে বায়েজিদ হোসেন (২৫) ও শার্শার সামটা গ্রামের মৃত আমিনুল হকের ছেলে মেহেদী হাসান (২৮)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য চার লক্ষ বিশ হাজার টাকা।
যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই ফজলে রাব্বি মোল্লা বাংলা এক্সপ্রেসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানাধীন কুলবাড়িয়া জামে মসজিদ এলাকার একটি মুদি দোকানের সামনে থেকে ১২শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।