দুবাই বিমানবন্দর থেকে ৭৪ ঘণ্টা পর ফেরত পাঠানো ১০৪ প্রবাসীকে ক্ষতিপূরণ দিলো ফ্লাই দুবাই এয়ারলাইন্স।
দুপুরে শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের হাতে ক্ষতিপূরণ তুলে দেয় ফ্লাই দুবাই কর্তৃপক্ষ।
এসময়, নিজেদের ভুলের দায় স্বীকার করে নেয় সংস্থাটি। পাশাপাশি প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। ক্ষতিপূরণ পেয়ে ফ্লাই দুবাই কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানায় প্রবাসীরা। ক্ষতিপূরণ হিসেবে, ১০৪ প্রবাসীকে টিকিটের মূল্য, সঙ্গে আরও সাড়ে তিন হাজার টাকা করে দেয়া হয়েছে।
গত ১১ অক্টোবর বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমানের কাছে ক্ষতিপূরণ দেয়ার কথা জানায় ফ্লাই দুবাই কর্তৃপক্ষ।
Drop your comments: