বিদেশে প্রবাসী কর্মীদের বেতন প্রসঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রবাসে হয়রানি এড়াতে প্রবাসী কর্মীদের বেতন ঠিক করে দিবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।
অনুষ্ঠানে মন্ত্রী জানান, দেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া অব্যাহত রয়েছে। এছাড়া মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল চেকআপের নামে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী আরও জানান, কোনো রিক্রুটিং এজেন্সি বা মেডিকেল সেন্টার কর্মীদের হয়রানি করলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।
এদিকে সোমবার (১২ ডিসেম্বর) ইতালিতে কর্মী পাঠাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি চুক্তি সই হয়েছে। যাতে ইতালিতে কর্মী পাঠাতে একমত হয়েছে দু’দেশ।
এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত বলেন, দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে আমরা কাজ করছি। বর্তমানে ইতালির বিভিন্ন খাতে কর্মী নিয়োগের সুযোগ আছে। এতে বাংলাদেশিদের অন্তর্ভুক্ত করতে চাই। দেশটিতে কৃষি এবং ট্যুরিজম সেক্টরে কর্মী নেবেন তারা।
উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে ইউরোপের দেশ গ্রিসেও কর্মী পাঠাতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
চলতি বছর প্রায় ১১ লাখ কর্মী বিশ্বের বিভিন্ন দেশে কাজের উদ্দেশে বিদেশে গেছেন।