ত্রাণ নিতে গিয়ে আহত বিপ্লব মিয়া (৪৭) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত বিপ্লব সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে। তার স্ত্রী ও চার শিশুসন্তান রয়েছে।
মঙ্গলবার সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের লোকজন জানান, বন্যাকবলিত পরিবারের সদস্যদের জন্য অন্যদের সঙ্গে ত্রাণ নিতে সোমবার তাহিরপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অপেক্ষারত ছিলেন বিপ্লব মিয়া। বন্যার্তদের জন্য ওই দিন তাহিরপুর স্টেডিয়ামের উপর থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার থেকে ত্রাণ নিচে ফেলা হয়। ত্রাণের বস্তা তখন বিপ্লবের উপর পড়লে তিনি গুরুতর আহত হন। এরপর তাকেসহ আরও কয়েকজন আহত ব্যক্তিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সিলেটের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিপ্লব মিয়া মঙ্গলবার সকাল ৯টার দিকে মারা যান।
উৎসঃ দৈনিক যুগান্তর