হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় পপ গায়ক ফেরদৌস ওয়াহিদ।বৃহস্পতিবার গভীর রাতে হার্ট অ্যাটাক হয় তার।
ফেরদৌস ওয়াহিদের পারিবারিক সূত্রে জানা গেছে, হার্ট অ্যাটাকের পর দ্রুত তাকে রাজধানীর বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসকদের অবজারভেশনে রাখা হয়।
ফেরদৌস ওয়াহিদের ঘনিষ্ঠ শিল্পী খন্দকার বাপ্পি গণমাধ্যমকে বলেন, ফেরদৌস ওয়াহিদ ভাইয়ের অবস্থা এখন বেশ ভালো।এখন বারডেমের কার্ডিওলজি বিভাগের তত্ত্বাবধানে কেবিনে ভর্তি আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।
৬৯ বছর বয়সী এই পপ গায়ক কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন বলে জানা গেছে।
Drop your comments: