![55](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/12/55-6.jpg)
আজিজুর রহমান দুলালঃ হুসাইন সরদার বয়স ২৩ বছর। এই ছেলেটি লিভার সিরোসিস রোগে আক্রান্ত। ১৩ বয়স থেকে এই সমস্যায় ভুগছে হুসাইন। আলফাডাঙ্গা পৌরসভার বুড়াইচ গ্রামের জন্ম নেওয়া হুসাইনের ১১ বছর বয়সে বাবাকে হারান। মা উপজেলা স্টাফ মেসে রান্না করে জোড়াতালি দিয়ে সংসার চালান। অভাবের সংসারে কখনো স্কুলে গিয়ে পড়ালেখা করা সম্ভাব হয়নাই হুসাইনের। পাঁচ ভাইবোনের মধ্যে চতুর্থ নম্বার সন্তানসে। হতদরিদ্র অভাবের সংসারে কখন ভ্যান চালিয়েছেন, বাজারে ঝাল মুড়ি বিক্রি করেছেন, এরমধ্যে দিয়েছিলেন ছোট্র একটি চায়ের দোকান। অসুস্থতার জন্য এখন আর কোন কর্ম করতে পারেনা। এলাকার যুবক সৌদি প্রবাসী হাদী বিন জালাল দেশে থাকতে বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে হুসাইনের চিকিৎসা করিয়েছেন বঙ্গবন্ধু শেখ মজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। ঢাকায় চিকিৎসক মো. শাহিদুল ইসলাম সেলিমের অধীনে চলে তার চিকিৎসা। হুসাইনে জানান, প্রতি মাসে ১০ হাজার টাকা ওষুধ ক্রয় করতে হয়। এখন হুসাইনের চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য নেই তাদের।
এদিকে দিনে দিনে হুসাইনের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
প্রতিমাসে ১০ হাজার টাকা দিয়ে ওষুধ কেনা কোন ভাবেই হুসাইনের পরিবারের সম্ভাব না। হুসাইনকে বাঁচাতে সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার মা। সবার সহায়তায় সুস্থ হয়ে উঠতে পারে একটি জীবন। বাঁচতে পারে একটি প্রাণ।