আব্দুল্লাহ আল শাহীন, ঢাকা থেকে ফিরেঃ হিজড়াদের চাঁদাবাজির যন্ত্রণা নতুন কিছু নয়। গ্রাম-গঞ্জ, শহর-বন্দর সর্বত্রই তাদের চাঁদাবাজি দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বিয়ে থেকে শুরু করে জন্ম-মৃত্যুর খবর পেলে তাদের ছুটে আসা বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। রাস্তাঘাটে চলাফেরায় পথচারীরা তাদের চাঁদাবাজির শিকার হতে হয়।
দেশের রেলপথ বিশেষকরে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনের যাত্রীরা হিজড়াদের আচরণে অতিষ্ঠ। প্রতিটি স্টেশন থেকে নতুন নতুন গ্রুপ ট্রেনে আগমন করে যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায় করে। চাঁদা দিতে না চাইলে অসৌজন্যমূলক আচরণ করে। যাত্রীরা দূরের পথে শান্তিতে ঘুমাতেও পারে না তাদের যন্ত্রণায়।
যাত্রীরা অভিযোগ করে বলেন, “ট্রেন কর্তৃপক্ষ যদি তাদের উঠতে না দেয় তাহলে তারা এসবের সুযোগ পেত না। প্রতিটি স্টেশন থেকে ভিক্ষুক আর হিজড়া ট্রেনে উঠে যাত্রীদের হয়রানি করে এমনকি শ্লীলতাহানির মতো ঘটনা ঘটায়। এতে করে ট্রেনের যাত্রীদের নিরাপত্তা নিয়েও সংশয় দেখা দিচ্ছে।”
হিজড়াদের এহেন আচরণ ও রেল কর্তৃপক্ষের উদাসীন আচরণ থেকে যাত্রীরা মুক্তি চায়। দূরের পথ নিরাপদে ভ্রমণের সুযোগ করে দিতে রেল মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন একাধিক যাত্রী।